প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2025 ইং
টাঙ্গাইলে মগড়া ইউনিয়নে উঠান বৈঠক শেষে  টুকুর জন্য ভোট প্রার্থনা
    
 টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে সদর উপজেলার মগড়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে অত্র ইউনিয়নের ৩টি ওয়ার্ডে মহিলা দলের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন- অর -রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। মহিলা দল  নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, আশা আক্তার, হাওয়া বেগম, কোহিনুর বেগম, প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উঠান বৈঠক শেষে বাড়ি বাড়ি গিয়ে  টুকুর জন্য ভোট প্রার্থনা করেন।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com